শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য টেট (টিচার্স এলিজিবিলিটি টেস্ট) উত্তীর্ণ সার্টিফিকেট সারাজীবন বৈধ থাকবে। বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন(এনসিটিই) সম্প্রতি এক চিঠিতে জানিয়েছে, সব বিভাগের টেট উত্তীর্ণ সার্টিফিকেটের বৈধতা সারা জীবন (লাইফ টাইম) থাকবে। ২০১১ খ্রিষ্টাব্দের এনসিটিই-র নির্দেশিকায় বলা ছিলো, টেট উত্তীর্ণ সার্টিফিকেটের বৈধতা সর্বোচ্চ সাত বছর থাকবে। এতোদিন সেই নির্দেশ মেনেই সার্টিফিকেটে মেয়াদ সাত বছরই উল্লেখ করা থাকতো।
রাজ্যের শিক্ষা দফতরে আসা মেয়াদ পরিবর্তনের চিঠিটি স্কুল সার্ভিস কমিশনে পাঠানো হয়। তার ভিত্তিতেই এ রাজ্যে টেট উত্তীর্ণদের সার্টিফিকেটকে সারাজীবনের জন্য বৈধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের তরফে দেয়া টেট উত্তীর্ণ সার্টিফিকেটগুলো আজীবন বৈধ থাকবে। সার্টিফিকেটে উল্লিখিত বৈধতার সময়সীমা এক্ষেত্রে কোনো বাঁধা নয় বলে জানিয়ে দেয়া হয়েছে।