পাঁচ শ্রেণির ১১২ শিক্ষার্থীর জন্য দু’জন শিক্ষক দিয়ে চলছিল কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরই মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে ব্যস্ত থাকেন। অপরজন নিতেন ক্লাস। এতে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছিল। নির্ধারিত সময়ে শিক্ষক-কর্মচারীদের উপস্থিত না হওয়ারও অভিযোগ ছিল। শিক্ষার্থীরা এসে তালা খুলে বসে থাকত।
গত ২৫ সেপ্টেম্বর ‘তালা খোলে খুদে শিক্ষার্থীরা শিক্ষক আসেন ১০টার পর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের নজরে আসে। এরপর সুষ্ঠু ও মনোরম পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে গত ২৭ সেপ্টেম্বর বিদ্যালয়টিতে দু’জন শিক্ষককে সাময়িকভাবে সংযুক্ত করা হয়েছে।
আরো পড়ুন : তালা খোলে খুদে শিক্ষার্থীরা শিক্ষক আসেন ১০টার পর
মঙ্গলবার থেকে শিক্ষকরা বিদ্যালয়ে পাঠদান শুরু করেছেন। এতে খুশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও জনপ্রতিনিধিরা। সংযুক্ত শিক্ষকরা হলেন যদুবয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকোনুজ্জামান ও বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইদ্রিস আলী। তারা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত থাকবেন।
মঙ্গলবার সরেজমিন দেখা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাক-প্রাথমিক, সহকারী শিক্ষক প্রথম এবং সংযুক্ত এক সহকারী শিক্ষক দ্বিতীয় শ্রেণিতে পাঠদান করাচ্ছেন। অপর শিক্ষক কার্যালয়ে ছিলেন। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বারান্দায় ও খেলার মাঠে অপেক্ষা করছিল।