শিক্ষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |

মাগুরার মহম্মদপুরের পলাশবাড়ীয়া উত্তর-পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দিন ওরফে পাখি মোল্যা হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের ফাঁসির দাবিতে এলাকায় আধা ঘণ্টারও বেশি সময় ধরে মানববন্ধন করেছেন শিক্ষকরা।

সোমবার দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় তারা এই মানববন্ধন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

আলাউদ্দিন ওরফে পাখি মোল্যা হত্যাকাণ্ডের বিচার দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম. রেজাউল করিম চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আর এস কে এইচ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এ. কে. এম নাসিরুল ইসলাম, কাজী সালিমা হক মহিলা কলেজের প্রভাষক এস. এম ইউনুস আলী, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বসুর ধুলজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুর রহমান, শরীফ মাহাবুবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

শিক্ষক আলাউদ্দিন ওরফে পাখি মোল্যার খুনিদের বিচার দাবিতে শিক্ষকদের মানববন্ধন। ছবি : সংগৃহীত

এদিকে, শিক্ষক আলাউদ্দিন ওরফে পাখি মোল্যা হত্যার ঘটনায় তার স্ত্রী শাহিদা বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে সোমবার সকালে মহম্মদপুর থানায় মামলা করেছেন। মামলা নম্বর ১৭।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

গত শনিবার বিকেলে বিরোধের জেরে ওই শিক্ষককে মসজিদের ভেতরে নৃশংসভাবে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

নিহত স্কুল শিক্ষক আলাউদ্দিন ওরফে পাখি মোল্যা ওই গ্রামের মৃত আব্দুল হক মোল্লার ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে রাসেল, শুকুর মোল্যার ছেলে কামরুল এবং বাদশা মোল্যার ছেলে সোহেলকে আটক করে মাগুরার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। মামলার পর থেকেই অন্য আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশ বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। অল্প সময়ের মধ্যই বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন


পাঠকের মন্তব্য দেখুন
মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি - dainik shiksha মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! - dainik shiksha খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! এইচএসসির ফরম পূরণ শুরু আজ - dainik shiksha এইচএসসির ফরম পূরণ শুরু আজ মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে - dainik shiksha মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা - dainik shiksha মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! - dainik shiksha মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0047078132629395