যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ পুকুরের পানিতে পড়ে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির তিন ছাত্রী গুরুত্বর আহত হয়েছে। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষকদের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুল মতিন নামের এক অভিভাবক।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার ছিলো প্রাথমিক স্কুল পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান। এরই অংশ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ওই প্রতিযোগীতায় অংশ নিতে উপজেলাতে আসে। দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ পুকুরে শিক্ষার্থীদের সাতাঁর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা দেখতে আসেন আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
অভিযোগ রয়েছে, প্রতিযোগীতা শেষে অংশ নেয়া সবাই স্কাউট মাঠের দিকে ফিরে যায়। এক পর্যায়ে পরিষদের পুকুর পাড়ে থাকা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ফাতেমা খাতুন, মারজিয়া ও আপিফা তাজরিনকে কে বা কারা ধাক্কা দিয়ে পুকুরের ফেলে দেয়। ওই তিন শিক্ষার্থীর কেউই সাতাঁর জানতেন না। ওই তিন শিক্ষার্থী পানিতে হাবু-ডুডু খেয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে আশপাশের লোকজন ছুঁটে এসে তাদেরকে উদ্ধার করে।
এ ঘটনায় অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষকদের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন অভিভাবক আব্দুল মতিন।
জানতে চাইলে আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সরকারী শিক্ষিকা পারভিনা খাতুন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, শিক্ষক সল্পতার কারণে সব কিছু সামাল দেয়া সম্ভব হয়নি।
অপর দিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল ফারুক পলাশ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষয়টি আমার জানা ছিলো না।
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমত আরা পারভিন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, অভিযোগ পেয়ে যথাযথভাবে সংশ্লিষ্ট ক্লাস্টারের এটিওকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্ব অবহেলার প্রমাণ মিললে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।