শিক্ষকদের আর্থিক অনিয়মের জবাব প্রতিষ্ঠান প্রধানকে ১৫ কার্যদিবসের মধ্যে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে অধিদপ্তরে জমা দেয়ায় কড়া নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আর্থিক অনিয়মের অভিযোগ সংক্রান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন থাকার ফলে অনেক শিক্ষক অবসরে গিয়ে সুবিধা নিয়ে থাকেন। অনিয়ম প্রমাণিত হলেও তারা রাষ্ট্রীয় কোষাগারে অডিট আপত্তির টাকা জমা দেন না। এমন পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা এ সিদ্ধান্ত নিয়েছে।
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে।
পরিদর্শন করা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের জবাব, জেলা শিক্ষা অফিসার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠান।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাওয়া অনিয়মের প্রতিবেদন চূড়ান্তভাবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা ও বাস্তবায়ন কমিটিতে শুনানীর মাধ্যমে নিষ্পত্তি করা হয়।
বিধি অনুযায়ী এই প্রতিবেদন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ১৫ দিনের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠাবেন। কিন্তু, জেলা শিক্ষা কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানোর কথা থাকলেও তা সঠিক সময়ে পাঠান না।
এর ফলে শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিষ্পত্তি করা সম্ভব হয় না।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আর্থিক অনিয়মের জবাব দ্রুত পাঠানো নিশ্চিত করতে কড়া নজরদারির প্রয়োজন।
এমন পরিস্থিতিতে আর্থিক অনিয়মের প্রতিবেদন পাওয়ার পর ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠান প্রধান জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো নিশ্চিত করতে হবে বলে জানান তারা।
এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা ও বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিষ্ঠান পর্যায়ে তদারকি বাড়াতে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দিতে হবে।