প্রথম কার্যদিবসে শিক্ষকদের সঙ্গে একই বাসে চড়ে প্রশংসায় ভাসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
বিশ্ববিদ্যালয়ের (জবি) উপচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর বৃহস্পতিবার তার প্রথম কর্মদিবস ছিলো।
এর আগে নিয়োগ পাওয়ার পরপরই ফুল দিয়ে অভিনন্দন না জানাতে অনুরোধ করেন এই অধ্যাপক। তিনি বলেন, সবাই শুভেচ্ছা জানাতে পারবেন। কাউকে কোনো নিষেধ নেই। কিন্ত ফুল না নিয়ে আসার জন্য অনুরোধ থাকবে।
এ ছাড়া বৃহস্পতিবার প্রথম কর্মদিবসে বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে কয়েকশ শিক্ষার্থী নতুন উপাচার্যকে স্বাগত জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ে জড়ো হন। এছাড়া শিক্ষক-কর্মকর্তারাও নতুন উপাচার্যকে স্বাগত জানান।
এদিকে, শিক্ষকদের বাসে চড়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন নবনিযুক্ত এই উপাচার্য।
এর আগে গতকাল বুধবার রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তাকে 'মাননীয়' বলে সম্বোধন না করে কেবল 'উপাচার্য' বা ‘ভিসি’ অথবা সম্মানিত উপাচার্য, লেখার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটিই লিখতে অনুরোধ জানান।