লালমনিরহাটের হারাটি কাজিরচওড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদ এবং শিক্ষকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
গতকাল দুপুরে বিদ্যালয়ের সামনে মহেন্দ্রনগর-রাজপুর সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনকারীরা জানায়, ৩১ জানুয়ারি হারাটি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শেখ কামাল আন্তস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ চলাকালে হারাটি ও বুড়ীরহাট বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বহিরাগতরা এসে হারাটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মারধর করে। এ ঘটনায় শাহজাহান খন্দকার হারাটি বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে মামলা করেন। শিক্ষার্থীরা সেই মামলা মিথ্যা বলে প্রত্যাহারের দাবি জানায়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।