এমপিভুক্ত শিক্ষকদের মধ্য থেকে বেতন বৈষম্য দূর করা ও চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) নেতারা। তারা বলছেন, আর্থিক বৈষম্য দূর করার জন্য বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের কোনো বিকল্প নেই।
গতকাল শনিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানান তারা।
রাজধানীর পুরান ঢাকার লহ্মীবাজারে টিচার্স টাওয়ারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির আহবায়ক মো. সাইদুর রহমান সরকার। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব রেজাউল করিম লিটন। বক্তব্য দেন কেন্দ্রীয় শিক্ষক নেতরা।
সভাপতি মো. সাইদুর রহমান বলেন, সরকারি এবং বেসরকারি শিক্ষকের বেতন, বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতাসহ অন্যান্য আর্থিক যে বৈষম্য তা দূর করার জন্য বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের কোনো বিকল্প নেই। তাই আমরা শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের জোর দাবি জানাচ্ছি। সংগঠনের সদস্য সচিব রেজাউল করিম লিটন জাতীয়করণ করে অবসর কল্যাণসহ যাবতীয় বৈষম্য দূর করার আহবান জানান।