বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদান, বিগত সময়ে সাধারণ ছাত্র-শিক্ষক নির্যাতনে প্রত্যক্ষভাবে যুক্ত এবং সক্রিয়ভাবে রাজনৈতিক প্রভাব বিস্তারের সঙ্গে যুক্ত সব শিক্ষকদের শাস্তিার দাবিতে বিক্ষোভ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা।
সোমবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষকদের স্থায়ীভাবে চাকরিচ্যুত এবং ক্যাম্পাসে আজীবন প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান। এ ছাড়া উপাচার্যের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ কর্মসূচি থেকে সাবেক উপাচার্য মিহির রঞ্জন হালদার, অধ্যাপক সোবহান মিয়া, অধ্যাপক মো. আলমগীর, অধ্যাপক শিবেন্দ্র শিখর শিকদার ও পিন্টু চন্দ্র শীলসহ অভিযুক্ত অন্যান্য সব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।