শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো- এ জায়গাটাতে আমরা এখনো এগুতে পারিনি। এ জায়গাটাতে হয়তো কাজ করবার প্রয়োজন আছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন শিক্ষাক্রম নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়ের সময় এক মন্তব্য করেন তিনি।
মতবিনিয়ম সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান শিক্ষকতায় মেধাবিদের আকৃষ্ট করতে প্রাইমারি মাদরাসাসহ উচ্চশিক্ষা পর্যন্ত সর্বস্তরের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর তাগিদ দেন।
আরো পড়ুন : কওমি মাদরাসাকে মূলধারায় নিয়ে আসার চেষ্টা করা হবে : শিক্ষামন্ত্রী
সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল বলেন, বর্তমানে শিক্ষকতা পেশায় মেধাবীরা আগ্রহ হারাচ্ছে। যারা শিক্ষকতা পেশায় থাকতে চাচ্ছেন না। অন্য পেশার দিকে ঝুঁকছেন।
উল্লেখ্য, ২০০৯ খ্রিষ্টাব্দে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল করার পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। ২০১০ খ্রিষ্টাব্দে এসে তার সরকারের উচ্চ মহল থেকেও সমর্থন পায়। ২০১১ খ্রিষ্টাব্দে উদ্যোগ নেয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির বিরোধীতায় সেই আলোচনা ও উদ্যোগ মিইয়ে যায়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।