নওগাঁ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষক ডা. মো. আব্দুল কুদ্দুস, ডা. রুবেল হোসেন ও তাদের দোসরদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক- শিক্ষার্থী ও অন্যান্য কর্মচারীরা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) নওগাঁ-নাটোর সড়কের ঢাকা রোডে নওগাঁ হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতাল চত্বরে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এক দফা এক দাবিতে চলা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কলেজের জমিতে উৎপাদিত ফসল ও অর্থ আত্মসাত এবং বিভিন্ন সুবিধা দেয়ার আশ্বাসে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করাসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়।
এ সময় ওই শিক্ষকদের দ্রুত অপসারণ ও বিচারের দাবি জানান, সব শিক্ষক, শিক্ষার্থী, অন্যান্য স্টাফ ও অভিভাবকরা।
এ সময় বক্তারা বলেন, কলেজের শিক্ষক আব্দুল কুদ্দুস, মো. রুবেল হোসেন ও তাদের দোসররা কলেজের জমিতে উৎপাদিত ফসল ও টাকা আত্মসাৎ করাসহ বিভিন্ন দুর্নীতি করেছেন। তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তি না হওয়া পর্যন্ত সব শিক্ষক ও কলেজ স্টাফ কর্মবিরতির ঘোষণা দেন।
মানববন্ধন চালকালে বক্তব্য দেন কলেজের শিক্ষক মো. সেকেন্দার আলী, হেলেনা আক্তার, মো. জাহাঙ্গীর আলম ও সাগর স্যান্যাল এবং শিক্ষার্থীদের মধ্যে হেলাল উদ্দিন, ফতেমা আক্তার, সুমাইয়া আক্তার ও মোছা. আশা।
শিক্ষক মো. সেকেন্দার আলী বলেন, সম্প্রতি কলেজ পরীক্ষা চলাকালীন ওই দু‘জন শিক্ষক কর্তব্যরত অবস্থায় অধ্যক্ষের নামে বিভিন্ন মিথ্যে, বানোয়াট ও মনগড়া ভিত্তিহীন অভিযোগের লিফলেট পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন যা রীতিমত পরীক্ষার্থীদের পরীক্ষার চরম বিঘ্ন ঘটায়।
এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক ডা. মো. আব্দুল কুদ্দুস মোবাইল ফোনে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। বরং অধ্যক্ষ ও তার দোসররা তাদের বিভিন্ন দুর্নীতি ঢাকতেই মূলত এমন মানববন্ধন করেছে।