খাগড়াছড়িতে আব্দুর রহমান আবির নামের এক মাদরাসা শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত শিক্ষক মো. আমিন ইসলাম।
রোববার (২৭ আগস্ট) বিকেলে ভুয়াছড়ি বায়তুল আমান মাদরাসায় এই ঘটনা ঘটে।
আব্দুর রহমান আবির পানছড়ি উপজেলার পূজগাং আইয়ুব আলী মেম্বার পাড়ার মো. সারোয়ারের ছেলে। সে সদর উপজেলার ভুয়াছড়ি এলাকার বায়তুল আমান ইসলামিয়া দাখিল মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
শিক্ষার্থীর স্বজনেরা জানান, অভিযুক্ত ব্যক্তি আবিরের বিভাগের শিক্ষক। তাঁর কথা মতো পড়তে না বসায় আবিরকে পিটিয়ে জখম করেন শিক্ষক আমিন ইসলাম। এ সময় আবির বমি করেন। এরপর আবিরকে হাসপাতালে ভর্তি করে পালিয়ে যান ওই শিক্ষক।
খাগড়াছড়ি সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়টি জানার পর আমরা হাসপাতালে এসে ওই শিক্ষার্থীর মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করি। ওই শিক্ষার্থীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।