মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আরো ৪৪টি নতুন পদ সৃজন করা হচ্ছে। অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোর অতিরিক্ত এ ৪৪টি পদ সৃজনে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এসব পদ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মাধ্যমে পূরণ করা হবে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এসব পদ সৃজনে সম্মতি জানানো হয়েছে। আদেশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।
জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নতুন সৃজন হতে যাওয়া পদগুলোর মধ্যে দুটি পরিচালকের, উপপরিচালকের ১৬টি, সহকারী পরিচালকের ১৮টি, গবেষণা কর্মকর্তার ৭টি এবং প্রকিউরমেন্ট অফিসারের ১টি পদ রয়েছে।
অর্থ বিভাগ বলছে, এসব পদ সৃজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী দীপু মনির অনুমোদন নিতে হবে। এছাড়া প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নিতে হবে।
এসব পদ সৃজনে সম্মতির বিষয়টি জানিয়ে গত ২৩ মার্চ অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে বাস্তবায়ন অনুবিভাগের অতিরিক্ত সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব সৈয়দ আশরাফুজ্জামান স্বাক্ষরিত আদেশের কপি দৈনিক আমাদের বার্তার কাছে আছে।
জানা গেছে, পরিচালকের দুইটি পদের মধ্যে অর্থ ও ক্রয় পরিচালক এবং অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বসে আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম পরিচালনায় অঞ্চল পরিচালকের পদ সৃজনের সম্মতি জানানো হয়েছে।
উপপরিচালকের ১৬টি পদের মধ্যে প্রধান কার্যালয়ের জন্য ৭টি এবং নয়টি আঞ্চলিক কার্যালয়ে কলেজ শাখার উপপরিচালকের পদ সৃজনে সম্মতি জানানো হয়েছে। সহকারী পরিচালকের ১৮টি পদে মধ্যে প্রধান কার্যালয়ের জন্য ৯টি এবং আঞ্চলিক কার্যালয়ের কলেজ শাখার জন্য ৯টি পদ সৃজন হচ্ছে। সৃজনে সম্মতি জানানো গবেষণা কর্মকর্তার ৭টি পদই প্রধান কার্যালয়ের জন্য। আর অধিদপ্তরে প্রকিউরমেন্ট অফিসারের ১টি পদ সৃজনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।