নাটোরের বড়াইগ্রামের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রউফকে পেটানোর ঘটনায় অভিযুক্ত ভাগনে জামাল, জহির, শামসুদ্দিন ও অনুসারী রুবেল বালিকে চেনেন না বলে দাবি করেছেন নাটোর-৪ আসনের এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এ ঘটনায় তার নাম ভাঙানো হয়েছে বলে দাবি করে তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে শিক্ষা কর্মকর্তাদের পেটানোর পর আপন ভাগনেদের এমপির চিনতে না পারা স্থানীয়দের মাঝে নানা গুঞ্জনের জন্ম দিয়েছে।
শুক্রবার দুপুরে বনপাড়ায় দলীয় অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা নিয়ে কথা বলেন এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। সংবাদ সম্মেলনে শিক্ষা কর্মকর্তাকে পেটানোর ঘটনায় তার নাম জড়িয়ে অপপ্রচার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কক্ষে ঢুকে তাকে মারপিট করা হয়। রাতে শিক্ষা অফিসার আব্দুর রউফ বাদি হয়ে চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৩০ থেকে ৩৫ জনের নামে মামলা করেছেন।
পরদিন শুক্রবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয়ে ভেতরের মারধরের ঘটনায় আমার নাম জড়িয়ে যে অপপ্রচার চালানো হলো তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। আমি এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
তিনি আরো বলেন, এই ধরনের কর্মকান্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি। কোনো সন্ত্রাসী আমার এবং আওয়ামীলীগের অনুসারি হতে পারে না।
এসময় সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করে এমপিকে বলেন, আপনার আপন ভাগনে জামাল, জহির, শামসুদ্দিন, অনুসারী রুবেল বালি এই ঘটনায় সরাসরি জড়িত। তাদের নামে মামলা হয়েছে। তবু বলবেন চেনেন না।
তবে এ প্রশ্নের উত্তরে দেননি এমপি ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এদিকে মামলার প্রধান আসামি রুবেল বালি বিরুদ্ধে এমপির পক্ষে নির্বাচনী প্রচারণায় নৌকার বিপক্ষে স্বতন্ত্র কোনো প্রার্থী থাকলে তাকে নিশ্চিহ্ন করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলেও এমপি কোনো মন্তব্য করেননি।
বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সব কিছু এমপি সিদ্দিকুর রহমানের ইশারায় তার ভাগনেরা করাচ্ছেন। শাক দিয়ে মাছ ঢাকতে চাইলে তো হবে না। মানুষ সবই বুঝে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মামলার তদন্ত কার্যক্রম এবং আসামিদের গ্রেফতার প্রক্রিয়া চলছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।