দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২০২৩-২০২৪ অর্থবছরের আরএডিপি বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও মূল্যায়নবিষয়ক দুই দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী পর্ব আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
আজ রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তর-দপ্তর-সংস্থার প্রধানগণসহ শিক্ষা মন্ত্রণালয়ের উভয় বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলীরা এবং অধিদপ্তরের বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশন-এর নেতারা ও অন্যান্য কর্মকর্তা বা কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সর্বস্তরের প্রকৌশলী-কর্মকর্তা-কর্মচারীদেকে নির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী নির্মিত দৃষ্টিনন্দন ভবনসমূহের ভূয়সী প্রসংশা করেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০২৩-২০২৪ অর্থবছরের আরএডিপি বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও মূল্যায়ন বিষয়ক কর্মশালার উদ্বোধন ঘোষণাপূর্বক কর্মশালার সাফল্য কামনা করেন মন্ত্রী।