এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নতুন নীতিমালা করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ নীতিমালা প্রণয়নে সভা আগামীকাল মঙ্গলবার সভা অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান এতে সভাপতিত্ব করবেন। বিকেল তিনটায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ইতোমধ্যে এ সভার নোটিশ জারি করা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনিয়মের অভিযোগ অনেক। প্রায়ই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনিয়মের অভিযোগ আসে প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিদের বিরুদ্ধে। অনেক ক্ষেত্রে দেখা যায়, প্রতিষ্ঠানের ফান্ড ব্যক্তিগত তহবিল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নীতিমালা করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, নতুন এ নীতিমালার নাম হবে ‘এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা-২০২৩’। নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বিভিন্ন বিধি-বিধান উল্লেখিত থাকবে।
জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন ও অর্থ, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক-১, মাধ্যমিক-২, পরিকল্পনা এবং নিরীক্ষা ও আইন শাখার অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগের উন্নয়ন-২ শাখার যুগ্মসচিব, বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব, বেসরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব ও বেসরকারি কলেজ-৬ শাখার উপসচিবকে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।