শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার ওয়েবসাইট গত রোববার রাত থেকে খুলছে না। তবে দিনেও এই সাইটগুলো খুলতে অনেক সময় নিয়েছে।
সোমবার সকালে দৈনিক শিক্ষাডটকমকে এমনটাই জানিয়েছেন একাধিক স্কুল-কলেজ শিক্ষক। এ রিপোর্ট লেখা সময় রাত ৮টা পর্যন্ত একই অবস্থা দেখা গেছে।
তবে একাধিক সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন, তাদের সার্ভার ডাউন হওয়ার কারণে এমনটা হচ্ছে। কাজ চলছে, শিগগির সমস্যা সমাধান হবে।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বেশ কয়েকটি দপ্তর, সংস্থা সেবা দিচ্ছে। এদের মধ্যে রয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ, ব্যানবেইসসহ গুরুত্বপূর্ণ আরো অনেক দপ্তর।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে জানান, সার্ভার ডাউন হওয়ার কারণে সেবাগ্রহীতারা ঢুকতে পারছেন না। এটা সমাধানে কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য তারা দুঃখও প্রকাশ করেন।