দেশের সাংস্কৃতিক সংকট মোচনের জন্য সংস্কৃতিকর্মীদের বঙ্গজ সংস্কৃতির শেকড়ে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন নাট্যজন মামুনুর রশীদ।
সোমবার (৫ জুন) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের মিলনায়তনে বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ, ঢাকার আয়োজনে সম্মাননা প্রাপ্তির পর
বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদের সভাপতি প্রণব মজুমদারের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব খলিল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, অধ্যাপক আবদুস সেলিম। সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে মামুনুর রশীদকে এ সম্মাননা দিল বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ—ঢাকা।
গোলাম কুদ্দুছ বলেন, বর্তমান প্রেক্ষাপটে সত্য যখন হারিয়ে যায়, তখন মেরুদণ্ড সোজা রেখে আপসহীনতার সংস্কৃতিকে লালন করে আলোর পথ দেখিয়ে গেছেন মামুনুর রশীদ। আমরা তার ছায়াতলে এসে নিজেরা আলোকিত হয়েছি। অধ্যাপক আবদুস সেলিম বলেন, চিন্তাচেতনার ক্ষেত্রে আপাদমস্তক সংস্কৃতিবান ব্যক্তি মামুনুর রশীদ।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।