জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় নওগাঁ জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে। গতকাল বৃহস্প্রতিবার বিকালে নওগাঁ সরকারি কলেজ মিলনায়তনে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.নাজমুল হাসানের সভাপতিত্বে ও জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. নাজমুল হোসাইন ও জাহাঙ্গীরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষার্থী লিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে কালিকাপুর সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ ড. মো. মামুনুর রশিদ, নওগাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর মোজাফ্ফর হোসেন, বান্দাইখাড়া টেকনিক্যার অ্যান্ড বিএমটি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী বক্তব্য রাখেন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষা ও অভিভাবকদের খেয়াল রাখতে হবে কোনো শিক্ষার্থী যাতে স্কুল থেকে ঝরে না পড়ে। মেধাবীদের মধ্য থেকে সেরা মেধাবী নির্বাচনের এ প্রতিযোগিতার ফলে মেধাবীদের মূল্যায়ন বাড়বে। সেরা মেধাবীদের পুরস্কৃত করা হলে অন্যরাও উৎসাহিত হবে। তাই পড়ালেখার পাশাপাশি সর্বক্ষেত্রে প্রতিযোগিতা অংশ্রগ্রহণ করা প্রয়োজন।
শেষে জেলা পর্যায়ের স্কুল ,কলেজ,মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট দল এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিজয়ী মোট ৯৬ জন শিক্ষক ও শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।