দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : মাধ্যমিকের শিক্ষকদের নতুন শিক্ষাক্রমের বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিং বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামীকাল শুক্রবার ও শনিবার সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, নির্ধারিত তারিখে সকাল ৯টায় এই কর্মশালাটি শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
এই কর্মশালায় প্রধান অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিসেমিনেশন অব নিউ কারিকুলামের স্কিম পরিচালক সৈয়দ মাহফুজ আলী।
অপরদিকে, প্রথম ব্যাচের কর্মশালায় প্রধান অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ।
বিশেষ অতিথি থাকবেন মাধ্যমকি ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মগহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর মো. শাহেদুল খবির।
এ কর্মশালায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিসেমিনেশন অব নিউ কারিকুলামের স্কিম পরিচালক সৈয়দ মাহফুজ আলী।
রিসোর্স পারসন হিসেবে থাকবেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব মোসা. নাজমা আখতার, সদস্য প্রফেসর মো. মোখলেস উর রহমান, ইউনিসেফের বাংলাদেশ শাখার শিক্ষা ব্যবস্থাপক ইকবাল হোসেন।
কর্মশালায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।