শিক্ষকদের মান নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমার এলাকার একজন প্রবীণ শিক্ষক বলেছিলেন, আগে শিক্ষাপ্রতিষ্ঠান দুর্বল থাকলেও শিক্ষক ছিলেন মজবুত। শক্ত শিক্ষক ছিলেন, ভালো শিক্ষক ছিলেন। কিন্তু এখন শিক্ষাপ্রতিষ্ঠান মজবুত, শিক্ষক দুর্বল।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গত রোববার বিকেলে জাতীয় সংসদের ২৫তম অধিবেশনে দুই পাবলিক বিশ্ববিদ্যালয় বিলের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, আমরা যখন লেখাপড়া করেছি শিক্ষাপ্রতিষ্ঠান ছিলো মাটির ঘর, টিনের ঘর, বেড়ার ঘর। এখন স্কুলগুলোতে তিনতলা-চারতলা বিল্ডিং....কিন্তু শিক্ষকের মান নেই।
তিনি আরো বলেন, শিক্ষার মান বাড়ানোর ব্যবস্থা নেন। শিক্ষার মান যদি না বাড়াতে পারেন তাহলে হবে না।
শিক্ষকের মান নিয়ে করা প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান মজবুত কিন্তু শিক্ষক দুর্বল এ কথাটা ঠিক। এক সময় শিক্ষকতায় আমরা মেধাবীদের আকৃষ্ট করতে পারিনি। তবে, আমরা এখন যাদের পাচ্ছি তারা আগের তুলনায় মেধাবী। তাদের প্রয়োজন, তাদের আর্থিক সামাজিক নিরাপত্তার বিষয়গুলো আমরা আরো অ্যাড্রেস করতে পারবো।
তিনি আরো বলেন, তবে শিক্ষার মান কমে গেছে এটি আমি বিশ্বাস করি না। কারণ, মাধ্যমিক শিক্ষায় দক্ষিণ এশিয়ায় আমরাই সেরা সেটি জাতিসংঘ বলেছে। দীপু মনি বলেন, চলমান প্রকল্পগুলো শেষ হলে শিক্ষা আর স্বাস্থ্যই হবে আগামী দিনের মেগা প্রকল্প।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।