শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা, তা জানতে চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আর ব্যবস্থা নেয়া হলে সেই তথ্য ১৮ অক্টোবরের মধ্যে গুগল ডকসে পাঠাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং ও ইভ্যালুয়েশন উইংয়ের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। সে অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধকল্পে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লিখিত চিঠির নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু বিস্তার প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা অথবা কোনো ব্যবস্থা নেয়া হয়ে থাকলে তার তথ্য গুগল লিঙ্কে পাঠানোর জন্য হলো।
বিষয়টি অতীব জরুরি। ডেঙ্গু বিস্তাররোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত গুগল ডকসের https://forms.gle/fYeAFgAVjrmUD2D49- এই লিঙ্কে পাঠাতে হবে।