সাম্প্রতিকালে ভয়াবহ বন্যায় শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য চেয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এই তথ্য ইমেইলে আজ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব কারিগরি কলেজ অধ্যক্ষদের পাঠাতে বলা হয়েছে।
নির্ধারিত ছকে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কক্ষ সংখ্যা, অফিস সরঞ্জামের সংখ্যা, যন্ত্রপাতির সংখ্যা, পরিষ্কার-পরিছন্নতা, সবুজায়নের ও টাকার পরিমাণ ইত্যাদি বিষয় জানাতে হবে।
রোববার কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। চিঠি দেখতে ক্লিক করুন
চিঠিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিককালের ভয়াবহ বন্যা/ প্রাকৃতিক দুর্যোগ/প্রতিষ্ঠানের পরিস্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়ন বিষয়ে নিম্নবর্ণিত ছক অনুয়ায়ী ক্ষয়-ক্ষতির বিস্তারিত তথ্য আবশ্যক।
এমন পরিস্থিতিতে, সাম্প্রতিককালের ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষয়-ক্ষতির তথ্য ১৫ সেপ্টেম্বরের মধ্যে [email protected] ইমেইলে পাঠানোর জন্য বলা হলো। বিষয়টি অতীব জরুরি।