বায়ুদূষণরোধে মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় উন্মুক্তভাবে জৈব বর্জ্য পোড়ানোয় নিষেধাজ্ঞা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমন কাজ করলে সেই প্রতিষ্ঠানের প্রধানকে জবাবদিহিতার আওতায় আনা হবে।
পরিবশে, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
এর আগে পরিবশে, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে গঠিত ‘বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) সংক্রান্ত জাতীয় কমিটি’র ২য় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
ওই সভায় স্থানীয় সরকার বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বা বিভাগ তাদের অধীনে থাকা সব অধিদপ্তর বা সংস্থা-প্রতিষ্ঠানের আওতাধীন এলাকায় ময়লা-আবর্জনা, পৌরবর্জ্য, গাছের লতাপাতা এবং বায়োমাস উন্মুক্তভাবে পোড়ানো বন্ধে নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করার নির্দেশ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বায়োমাস উন্মুক্তভাবে পোড়ানো হলে দায়ী প্রতিষ্ঠান বা ব্যক্তিকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে উল্লেখ করতে হবে। নির্দেশনা দেখতে ক্লিকি কুরন
এসব জৈব আবর্জনা না পুড়িয়ে নির্দিষ্ট স্থানে গর্তের মধ্যে সংরক্ষণ করে জৈব সার বা কম্পোস্ট তৈরি করার পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও নির্দেশনা দেয়া হয়।
এ ছাড়াও বায়ুদূষণরোধে কারিগরি ও মাদরাসা স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় ময়লা-আর্বজনা না পুড়িয়ে জৈব সার বা কম্পোস্ট তৈরি করার পদক্ষেপ গ্রহণে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য বলা হয়।