দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের এমপি পদে ফের নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি ১ লাখ ৯ হাজার ৪৬টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. শামসুল হক ভূইয়া পেয়েছেন ২৪ হাজার ১৮৩ ভোট।
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগণনা শেষে রোববার রাত আটটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
সর্বশেষ পাওয়া তথ্য মতে শিক্ষামন্ত্রী নৌকা প্রতীকে ৮৪ হাজার ৮৬৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি হাইমচর উপজেলায় ১৯ হাজার ৫৭টি, সদরে ৫৭ হাজার ৪৭৭টি ও পৌরসভা এলাকায় ৩২ হাজার ৫১২টি ভোট পেয়েছেন।
অপর দিকে ড. শামসুল হক ভূইয়া মোট ২৪ হাজার ১৮৩ ভোট পেয়েছেন। এরমধ্যে হাইমচরে ৩ হাজার ৬৮৪টি, সদরে ১৪ হাজার ১১১টি ও পৌরসভা এলাকায় ৬ হাজার ৩৮৮টি ভোট পেয়েছেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।