নীলফামারী সদরের চাঁদের হাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুনগত মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষার গুনগত মানোন্নয়নে শিক্ষক ও ম্যানেজিং কমিটি বিভিন্ন পরামর্শ দেন। এতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহ্রিয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিদর্শক হারুন-অর রশিদ, সহকারী পরিদর্শক মশিউর রহমান, সহকারী প্রোগামার বাচ্চু মিয়া, এ আর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ আব্দুর রউফসহ শিক্ষক ও কমিটির সদস্যরা। দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গোলাম রব্বানী।
প্রধান অতিথি সংক্ষিপ্ত আলোচনায় বলেন, সকল শিক্ষককে শিক্ষা পাঠদানের ক্ষেত্রে আন্তরিক ও দায়িত্ববান হতে হবে। শিক্ষার গুনগত মানোন্নয়নে বেশি বেশি করে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থী উপস্থিতি বাড়ানো এবং শিক্ষার্থীদের সার্বক্ষণিক খোঁজ-খবর নেয়াসহ বিভিন্ন কার্যক্রমে তাদের অংশগ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, সব শিক্ষককে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণবিহীন কোন শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান করাতে পারবেস না। খুব শিগগিরই শিক্ষকদের ক্লাস্টারভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।