দৈনিক শিক্ষাডটকম, আমতলী (বরগুনা) : শিক্ষার্থীদের অনলাইন সেবা দিতে আমতলী সোনালী ব্যাংকের উদ্যোগে চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে। বুধবার বিকেলে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদার প্রধান অতিথি হিসেবে এ চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানের উদ্বোধন করেছেন।
জানা গেছে, আমতলী উপজেলার ৭টি কলেজ, ২৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়, ২৯টি মাদরাসা রয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লক্ষাধিক শিক্ষার্থীর লেখাপড়া করছেন। কিন্তু তারা প্রতিষ্ঠানের বিভিন্ন ফি দিতে হয়রারি শিকার হচ্ছেন। শিক্ষার্থীদের এ হয়রানি থেকে রক্ষা করতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ পিএলসি অনলাইন সেবার মাধ্যমে ফি ও চার্জ কালেকশনের উদ্যোগে নেন। বুধবার বিকেলে বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ, চাওড়া কারিগরি ও কৃষি কলেজ, আমতলী সরকারি একে মাধ্যমিক বিদ্যালয়, মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন সেবার আওতায় আনতে চুক্তিপত্র স্বাক্ষর হয়।
আমতলী সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক বিশ্বনাথ চ্যাটার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেনারেল ম্যাজেনার গোপাল চন্দ্র গোলদার। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী ডিপুটি জেনারেল ম্যানেজার সেলিম হায়দার। ব্যবস্থাপক জুলকার বিন খালেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বকুলনেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক প্রনব কুমার সরকার, অধ্যক্ষ সুজা উদ্দিন মাহমুদ, প্রধান শিক্ষক বজলুর রহমান, শাহ আলম কবির, এমএ হান্নান, আবুল কাসেম ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. হোসাইন আলী কাজী প্রমুখ।