শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাজীগাঁও শোলকাটা সরোয়ার জামাল নিজাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রউফ ও অফিস সহকারী ফজলুল কবির। বুধবার (১১ সেপ্টেম্বর) সারাদিন অবরুদ্ধ থাকার পর রাত ৮টার দিকে বিদ্যালয়ের সভাপতি নাজনিন নিজাম বরাবর নিজ নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন তারা।
শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ তোলে বিদ্যালয় মাঠে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এ সময় তারা প্রধান শিক্ষক ও অফিস সহকারীর পদত্যাগ দাবি করে। এর আগ পর্যন্ত তাদের বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখারও ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের তোপের মুখে রাত ৮টার দিকে প্রধান শিক্ষক ও অফিস সহকারী পদত্যাগ করেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের দায়িত্ব পালন অবস্থায় প্রধান শিক্ষক নানা অনিয়ম করে গেছেন। ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রে ভুল করে তা টাকার বিনিময়ে সংশোধন করতেন। দীর্ঘদিনের বিদ্যালয়ের হিসাব নিকাশ তিনি কর্তৃপক্ষকে দেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে গত ৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করে শিক্ষার্থীরা। অভিযোগের প্রেক্ষিতে বুধবার বেলা ১টায় বিদ্যালয়ে গিয়ে তদন্তকাজ শুরু করা হয়। এ সময় তার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক জুবায়েরুল আলমও ছিলেন।
এ দিন সন্ধ্যার দিকে তদন্তকাজ শেষ করে বের হতে চাইলে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীদের তোপের মুখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারী পদত্যাগ করেন। পরে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে বলে জানান এই শিক্ষা কর্মকর্তা।