দৈনিক শিক্ষাডটকম, খুবি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের দাবির মুখে মঙ্গলবারের (২৮ মে) টার্ম ফাইনালের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিতের দাবি জানান। তারই প্রেক্ষিতে সকাল ৯টায় এক জরুরি সভায় পরীক্ষা স্থগিত এর সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ট্রেজারার মহোদয়ের সভাপতিত্বে এক জরুরি সভায় সম্মানিত ডিনবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে অনিবার্য কারণবশত আজ ২৮ মে চলতি টার্ম ফাইনাল পরীক্ষার সকল পরীক্ষা স্থগিত করা হলো।
এতে আরো বলা হয়, স্থগিতকৃত পরীক্ষা সমূহ অবশ্যই ঈদের ছুটির আগে অর্থাৎ ৬ জুনের মধ্যে শেষ করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হলো।
প্রসঙ্গত, গতকাল সোমবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে ঘূর্ণিঝড় রেমাল এর কারণে পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা পরীক্ষা স্থগিত করে সময়সূচি পুনঃনির্ধারণের দাবি জানান।