শিক্ষার্থীদের দুই ঘণ্টা রোদে দাঁড় করিয়ে কলেজ প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা

কুমিল্লা প্রতিনিধি |

কুমিল্লার অধ্যাপক আব্দুল মজিদ কলেজের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের প্রায় দুই ঘণ্টা রোদে দাঁড় করিয়ে কলেজ প্রতিষ্ঠাতা আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল মজিদকে সংবর্ধনা দেওয়া হয়। গত বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে কলেজ মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠান হয়। এ বিষয়ে সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকলেও কলেজের কর্তৃপক্ষ তা উপেক্ষা করেই আয়োজন করেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী, অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। কিন্তু প্রতিষ্ঠাতা কলেজ এসে উপস্থিত হয়েছেন দুপুর ১২টায়। এসময় কলেজের ছাত্র-ছাত্রীদের প্রধান ফটক থেকে মূল ভবন পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখেন অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী।

দীর্ঘক্ষণ শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে লাল গালিচায় ফুল ছিটানো এবং প্রতিষ্ঠাতার নামে নানা স্লোগান দেওয়ার প্রশিক্ষণ দেন কলেজ অধ্যক্ষ। এরপর বেলা ১২টায় অনুষ্ঠান শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হয় ওই সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল মজিদ। কলেজ অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হোমনা উপজেলা চেয়ারম্যান ও কলেজের আজীবন দাতা সদস্য ও প্রতিষ্ঠাতার স্ত্রী রেহানা মজিদ।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, সকাল ১০টার কিছু পর থেকে আমাদেরকে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলেন শিক্ষকরা। খোলা মাঝে প্রচণ্ড রোদ ছিলো।

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখার বিষয়ে কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, আমরা বিশেষ ব্যক্তিদের এমন সংবর্ধনা দিয়ে থাকি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার জানান, শিক্ষার্থীদেরকে দাঁড় করিয়ে রেখে কাউকে সংবর্ধনা দেওয়া যাবে না। এ বিষয়ে একটি পরিপত্র আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি এ ধরনের কিছু হয়ে থাকে তাহলে বিষয়টি খুবই দু:খজনক।


পাঠকের মন্তব্য দেখুন
ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে - dainik shiksha ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! - dainik shiksha ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! যৌন হয়রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি - dainik shiksha যৌন হয়রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল - dainik shiksha জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল অভিযুক্ত শিক্ষা সাংবাদিকদের পক্ষে জোর তদবির - dainik shiksha অভিযুক্ত শিক্ষা সাংবাদিকদের পক্ষে জোর তদবির কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে যৌ*ন হয়*রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি - dainik shiksha যৌ*ন হয়*রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি - dainik shiksha ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0040600299835205