বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের সুফল যাতে জাতি ভোগ না করতে পারে সেজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করে ছাত্রদের ইমেজ নষ্ট করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন রুখে দিতে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও রিফাত রশিদ।
হান্নান মাসুদ বলেন, জুলাই বিপ্লব ছিল নজিরবিহীন, স্বাধীনতা যাতে মানুষ ভোগ না করতে পারে সেই লক্ষ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের শুরু হয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দিয়েই। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, তারা কোনো বিভাজন তৈরি করবে না। আগামীতে কোনো দ্বন্দ্বে না জড়ানোর বিষয়ে তারা মত দিয়েছেন।
‘আমরা বলতে চাই, বিভিন্ন মত, পথ ও দলের শিক্ষার্থী থাকলেও ক্যাম্পাসের ভেতর কোনো দলের পরিচয়ে কাজ করবে না ছাত্ররা। সবাই সেখানে সাধারণ ছাত্র হিসেবেই থাকবে।’ আর আগামীতে রাজনৈতিক রূপরেখা কেমন হবে তা নিয়ে পুনরায় সব ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে মঙ্গলবার আলোচনায় বসা হবে বলে জানান হান্নান মাসুদ।
সমন্বয়ক রিফাত রশিদ বলেন, ছাত্র-জনতার ঐক্যের ভিত্তিতেই ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু এখনও স্বৈরাচারীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংঘাত সৃষ্টি করে ছাত্রদের মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছে। বুটেক্সে যে সংঘাত সৃষ্টি করা হয়েছে সেটি আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করছি। শিক্ষার্থীদের মাঝে যে জাতীয় ঐক্য, সেটি রক্ষার্থে আমরা একসঙ্গে কাজ করবো।