নেত্রকোণার কেন্দুয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। কেন্দুয়া উপজেলা শিক্ষা ট্রাস্টের উদ্যোগে ও কেন্দুয়া উপজেলা উপজেলা সমিতির সহযোগিতায় এ বৃত্তি প্রদান করা হয়।
গতকাল শনিবার কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে কেন্দুয়া উপজেলা শিক্ষা ট্রাস্টের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল, উম্মে সালিক রুমাইয়া, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঁইয়া।
কেন্দুয়া সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহরিয়ার কবীর মোশাররফের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন কেন্দুয়া সমিতির সদস্য রোটারিয়ান শেখ নাজমুল হক, তেজগাঁও কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. এরশাদুল ইসলাম সৈকত, উপজেলার মোজাফফরপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির আলম ভূঁইয়া, মো. সারোয়ার জাহান কাওসার, সমিতির সদস্য অ্যাডভোকেট আবুল হাসনাতসহ অনেকে।
বৃত্তি হিসেবে কেন্দুয়া উপজেলার ৩৮ শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮ শিক্ষার্থীকে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।