ঝালকাঠিতে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বই উৎসব অনুষ্ঠিত হয়। ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট ৯৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৬৪ হাজার ৩৭৩জন শিক্ষার্থী নতুন বই পাচ্ছে। এদিকে বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা ছিলেন উচ্ছ্বাসিত।
এদিকে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেন, অর্থনেতিক মন্দায় পৃথিবীর বিভিন্ন দেশ যখন হাহাকার করে, আমরা তখন ছায়ায় দাড়িয়ে থাকি। গত করোনার দুই বছর ভ্যাকসিনসহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বাংলাদেশে বিনামূলে বিতরণ করা হয়েছে। সারাদেশে ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হয়েছে সর্বস্তরের মানুষকে। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত এক বিশাল বটবৃক্ষ বাংলাদেশে রয়েছে বলে।
তিনি আরও বলেন, বছরের প্রথম দিন সারাদেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।