নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ৩৫ শিক্ষার্থীর মোবাইল ফোন জব্দ করেছে কলেজ কর্তৃপক্ষ। ক্লাস চালাকালীন শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগে এমন পদক্ষেপ নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে মোবাইল ফোন ফেরত দেওয়া হয়।
আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান আজাদ।
অধ্যক্ষ আতিকুর রহমান আজাদ বলেন, ওই শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের মাধ্যমে ক্লাসে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে স্মার্টফোন ব্যবহার না করে, অতি প্রয়োজনে বাটন ফোন ব্যবহার করার কথা বলে তাদেরকে ফোনগুলো ফেরত দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘এমন অবস্থা দাঁড়িয়েছে, শ্রেণিকক্ষে লেখাপড়ায় মনোযোগ না দিয়ে শিক্ষার্থীরা ফোন নিয়ে ব্যস্ত থাকে। এ কারণে শিক্ষার্থীরা লেখাপড়ায় অমনোযোগী হয়ে যাচ্ছিল। এ বিষয়টি শিক্ষকরা আমাকে জানালে টিচার্স কাউন্সিলের সভা করে শ্রেণিকক্ষে স্মার্টফোন নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ বিষয়ে ইতোপূর্বে ক্লাসে নোটিশ দেওয়া হয়েছিল।
শিক্ষকরা একাধিকবার শিক্ষার্থীদের নোটিশ দিয়ে জানালেও কোনো কাজ হচ্ছিল না। তাই স্মার্টফোন জব্দের অভিযান চালানো হয়।’