২০২৪-২৫ অর্থবছরে শিক্ষায় ৯৪ হাজার ৭১১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৪৪ হাজার ১০৯ কোটি টাকা বাজেট বরাদ্দ প্রস্তাব করেছেন অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। যা ২০২৩-২৪ অর্থ বছরে ছিলো ৪২ হাজার ৮৩৯ কোটি টাকা।
এ ছাড়াও ২০২৪- ২৫ অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষায় বাজেট বরাদ্দ ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা। গত অর্থ বছরে এই বাজেট প্রস্তাব করা হয়েছিলো ৩৪ হাজার ৭২২ কোটি টাকা।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় বাজেট বক্তৃতায় এ তথ্য উঠে এসেছে।
এ ছাড়াও কারিগরি ও মাদরাসা শিক্ষায় বাজেট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১১ হাজার ৭৮৩ কোটি টাকা। গত অর্থ বছরে এই বাজেট ছিলো ১০ হাজার ৬০২ কোটি টাকা।