রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষিকা মোরশেদা বেগম মৃত্যু সঙ্গে লড়ছেন। তাকে বাঁচাতে প্রয়োজন আট ব্যাগ এ নেগেটিভ রক্ত। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করা শিক্ষিকা মোরশেদা বেগম কিছুদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন। তিনি রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন।
এসব তথ্য নিশ্চিত করে রোগীর স্বজনরা দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন, তার রক্তের প্লাটিলেট কাউন্ট ১ হাজার। যা ১ লাখ ৫০ হাজার থেকে ৪ লাখ ৫০ হাজার থাকার কথা। তাকে দুই ব্যাগ এ নেগেটিভ প্লাটিলেট দিতে হবে। আর সে কারণে প্রয়োজন আট ব্যাগ এ নেগেটিভ রক্ত। তারা শিক্ষিকার জীবন রক্ষায় রক্তদাতাদের সহযোগিতা প্রার্থনা করেছেন।
রক্ত দিতে যোগাযোগ করতে হবে +8801934-604090 নম্বরে (নিজাম)। রোগী মগবাজার ইনসাফ বারাকা হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন।
ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকারা সহকর্মী মোরশেদা বেগমের জীবন রক্ষায় সর্বস্তরের জনগণ, শিক্ষক সমাজ ও সাবেক-বর্তমান শিক্ষার্থীদের সহোযোগিতা ও দোয়া চেয়েছেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।