প্রাথমিকের ছোট শিক্ষার্থীরা মনের মাধুরী মিশিয়ে এঁকেছে ঘর, পাখি, মানুষের ছবি। তারপর তাতে ঢেলে দিয়েছে নিজেদের ইচ্ছামতো রং। আর এ কাজ তারা করেছে শিক্ষকের সাদা জামায়।
খানিকটা অবাক লাগলেও বিষয়টি একেবারে সত্যি। আসলে মার্কিন মুলুকের হিদার স্ট্যান্সবেরি নামের এই শিক্ষিকা নিজেই তার শিক্ষার্থীদের একটি জামা দিয়ে বলেছিলেন তাতে রঙিন ছবি এঁকে দিতে। স্কুলে তার শেষ দিনে তিনি সেই জামাটি পরবেন। জামাটি একেক দিন একেক শিক্ষার্থীর হাত ঘুরে নানা রঙের আঁকিবুঁকিতে পরিপূর্ণ হয়ে শিক্ষিকার হাতে পৌঁছাল।
নির্ধারিত দিনে যথারীতি শিক্ষিকা স্কুলে হাজির। কিন্তু কালো লম্বা গাউন তার গায়ে। হতাশ শিশুরা তাকে জানাল, তিনি কথা রাখেননি।
এরপরই ঘটল মজার ঘটনা। যেই না শিক্ষিকা তার গাউনটি সরিয়ে ফেললেন, খুদে শিক্ষার্থীরা দেখল, তাদের নিজেদের নকশা করা সেই জামা প্রিয় শিক্ষকের গায়ে। এ সময় তাদের আনন্দিত চিৎকার আর লাফালাফির সেই দৃশ্যের ভিডিও ধারণ করেছেন হিদার।
ইনস্টাগ্রামে ওই ভিডিও পোস্ট করার পর তা এক মিলিয়নের বেশিবার দেখা হয়েছে।
সেখানে ২৫ বছর বয়সী হিদার বলেন, ‘অবশেষে নিজেদের নকশা করা পোশাকে তারা দেখল আমাকে। ভীষণ এক খুশির দিন। আমার হৃদয় আজ পরিপূর্ণ।’
ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করেছেন, ‘এই বাচ্চারা কখনোই ভুলবে না আপনাকে। যেভাবে আপনি তাদের উপলব্ধি করিয়েছেন যে তারা গুরুত্বপূর্ণ এবং বড় বড় কাজ করতে পারে, সেটা সারা জীবন মনে রাখবে এই কোমল প্রাণ শিশুগুলো।’
আরেকজন লিখেছেন, ‘কী চমৎকার আইডিয়া!
ভীষণ সুন্দর লাগছে আপনাকে দেখতে। আর আপনি যে একজন অসাধারণ শিক্ষক, তাতে কোনো সন্দেহ নেই।’
সূত্র: এনডিটিভি