বিয়ে গোপন রাখার দায়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামকে ওএসডি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বিষয়টি দৈনিক শিক্ষা ডটকমকে নিশ্চিত করেছেন।
আরো পড়ুন : ইউএনওর স্ত্রীর অধিকার চান শিক্ষিকা
উল্লেখ্য, ২০২১ খ্রিষ্টাব্দে প্রথম স্ত্রীর তথ্য গোপন রেখে এক শিক্ষিকাকে দ্বিতীয় বিয়ে করেছেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। সম্প্রতি তিনি দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন। বিষয়টি জানতে পেরে দ্বিতীয় স্ত্রী তার শিশু সন্তানকে নিয়ে ইউএনওর বাসায় গেলে তাকে প্রবেশ করতে দেয়া হয়নি। ইউএনওর কাছে স্ত্রীর অধিকার চেয়ে সন্তানকে নিয়ে পরিষদের সামনে সড়কে বসে প্রতিবাদ জানান ওই শিক্ষিকা। এ সময় সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এছাড়াও, ২০১৯ খ্রিষ্টাব্দে এই ইউএনও দিনাজপুর সদর উপজেলার এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) ছিলেন। সেসময় তিনি বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের সম্মানহানি ও তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। ওই ঘটনায় তৎকালীন দিনাজপুর সদর উপজেলার এসিল্যান্ড (বর্তমানে আক্কেলপুরের ইউএনও) আরিফুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলো সেখানকার মুক্তিযোদ্ধা সংসদ। ঘটনার পরই তাকে প্রত্যাহার করা হয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।