শিবপুর আওয়ামী লীগ কার্যালয় আগুনে পুড়ে ছাই

নরসিংদী প্রতিনিধি |

নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় রাতের আধারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে শিবপুর বাজারে আওয়ামী লীগ কার্যালয়টি পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। 

জানা গেছে, রাত পৌনে একটার দিকে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত টিনশেড ভবনটি আগুনে দাউ দাউ করে পুড়তে দেখেন স্থানীয় লোকজন। রাত ১২টা ৫৫ মিনিটে খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে এসে অগ্নিনির্বাপণ কাজ শুরু করে ২০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কার্যালয়ের ভেতরে যা ছিল, সবই আগুনে পুড়ে ছাই হয়েছে। এসময় কার্যালয়ের ভিতর থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, বিপুল সংখ্যক প্লাস্টিকের চেয়ার, একটি কম্পিউটার, কয়েকটি টেবিল, কাগজপত্র ও পোস্টার পুড়ে ছাই হয়ে যায়। কী কারণে এই অগ্নিকাণ্ড তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


 
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মোঃ আবুল কালাম আজাদ ও শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার। 

শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া দৈনিক শিক্ষাডটকমকে বলেন, স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহনের ব্যক্তিগত ওই কার্যালয় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিলো। এ কার্যালয় থেকেই বিভিন্ন দলীয় কার্যক্রম ও মিটিং-মিছিল করা হচ্ছিলো। এছাড়া গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করেছি আমরা, তাই এটি আমাদের একটি আবেগের জায়গা। অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নত করে আইনের আওতায় আনা হোক। 

শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, দীর্ঘদিন ধরেই কার্যালয়টি উপজেলা আওয়ামীলীগ, সহযোগী অঙ্গ-সংগঠন ছাড়াও আমার ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার করে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছি। একটি পক্ষ দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই কার্যালয়টিতে অগ্নি সংযোগ করে বলে ধারণা করছি। দুঃখের বিষয় জাতির পিতাসহ আমাদের নেত্রীর ছবি ভষ্মিভূত হয়েছে। আমি আইন শৃঙ্খলা বাহিনিকে অনুরোধ করবো দোষীদের খুঁজে বের করে বিচারের আইনেরা আওতায় আনার জন্য।

নরসিংদী ফায়ার সার্ভিসের ডিএডি মো. আবুল কালাম আজাদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা নিশ্চিত হতে আমরা একটি কমিটি করেছি। তদন্ত শেষে ওই কমিটির প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে বলা যাবে। তবে কার্যালয়টির ভেতরে থাকা সবকিছুই পুড়ে ছাই হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ - dainik shiksha শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ শিক্ষা ক্যাডারে অধ্যাপক হচ্ছেন যারা - dainik shiksha শিক্ষা ক্যাডারে অধ্যাপক হচ্ছেন যারা ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেড বেরোবি শিক্ষার্থীদের - dainik shiksha ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেড বেরোবি শিক্ষার্থীদের মসজিদ ইবাদাতের পাশাপাশি জ্ঞানচর্চারও একটি কেন্দ্র হতে পারে: ঢাবি উপাচার্য - dainik shiksha মসজিদ ইবাদাতের পাশাপাশি জ্ঞানচর্চারও একটি কেন্দ্র হতে পারে: ঢাবি উপাচার্য ঢাকা বোর্ডের পরিদর্শক আবুল মনছুর ভূঁঞার ঘুষ বাণিজ্য - dainik shiksha ঢাকা বোর্ডের পরিদর্শক আবুল মনছুর ভূঁঞার ঘুষ বাণিজ্য দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! - dainik shiksha দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জামায়াতের - dainik shiksha ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জামায়াতের ভারতে পাঠ্যবই ছাপানোর বিপক্ষে ৯২ শতাংশ বাংলাদেশি - dainik shiksha ভারতে পাঠ্যবই ছাপানোর বিপক্ষে ৯২ শতাংশ বাংলাদেশি ভয়ংকর বিপদের মধ্যে আমাদের শিক্ষাব্যবস্থা: সিরাজুল ইসলাম চৌধুরী - dainik shiksha ভয়ংকর বিপদের মধ্যে আমাদের শিক্ষাব্যবস্থা: সিরাজুল ইসলাম চৌধুরী কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026168823242188