শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্রন্থের স্প্যানিশ সংস্করণ উন্মোচন

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

মেক্সিকোর সংসদে ‘শিল্পাচার্য: মাস্টার অফ দ্য আর্টস- জয়নুল আবেদিন’ শীর্ষক পুস্তিকার স্প্যানিশ সংস্করণ উন্মোচন করেছে বাংলাদেশ দূতাবাস।

মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস এবং রুটা ৫-এর যৌথ উদ্যোগে ১১ ডিসেম্বর দেশটির সিনেটের উচ্চকক্ষে ‘শিল্পাচার্য: মাস্টার অফ দ্য আর্টস- জয়নুল আবেদিন’ শীর্ষক পুস্তিকার স্প্যানিশ সংস্করণটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবনী, শিল্পে তার অসামান্য অবদান এবং মেক্সিকোর সঙ্গে তার সাংস্কৃতিক সংযোগ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্পর্কবিষয়ক কমিটির সভাপতি সিনেটর যেকল পোলেনেস্কি, সিনেটর ইভিডেলিজা রেয়েস হার্নান্দেজ, রুটা ৫-এর মিসায়েল মার্টিনেজ সানচেজ, শিল্পকলার পৃষ্ঠপোষক মার্গারিটা চাকন বাচে এবং কর্দোবার প্রতিনিধি হুয়ান ট্রেস জিলিসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রদর্শিত ‘মনপুরা ৭০’ শীর্ষক প্রামাণ্যচিত্রটি উপস্থিত দর্শকদের বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত শিল্পাচার্য জয়নুল আবেদিনের অনন্য শিল্পকর্মগুলোর সঙ্গে পরিচিত করিয়ে দেয় যা ছিল তার শিল্পকর্মের কালজয়ী সাংস্কৃতিক গুরুত্ব এবং বৈশ্বিক সম্প্রীতি সৃষ্টিতে ভূমিকারই প্রতিচ্ছবি।

সিনেটর যেকল পোলেনেস্কি শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্মের ভূয়সী প্রশংসা করেন এবং মেক্সিকোতে বাংলাদেশি ও এশীয় শিল্প প্রচারের ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার পাশাপাশি বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস স্থাপনের প্রয়োজনীয়তার প্রতি তার দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।

তিনি উল্লেখ করেন, ১৯৫৬ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের মেক্সিকো সফর, দুই দেশের মধ্যে এক দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক সংলাপের ভিত্তি স্থাপন করেছিল।

সিনেটর ইভিডেলিজা রেয়েস হার্নান্দেজ পুস্তিকাটির প্রশংসা করেন এবং বাংলাদেশি সংস্কৃতি সম্পর্কে আরও জানার আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম পুস্তিকাটিকে মেক্সিকোর সঙ্গে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাংস্কৃতিক বিনিময়ের একটি চিরস্মরণীয় নিদর্শন হিসেবে অভিহিত করেন। রুটা ৫-এর মিসায়েল মার্টিনেজ সানচেজ রাজনৈতিক সহযোগিতার মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

মার্গারিটা চাকন উল্লেখ করেন, মেক্সিকান শিল্পীরা- বিশেষ করে হোসে ক্লেমেন্তে ওরোজকো এবং ডেভিড আলফারো সিকেইরোস, শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রশৈলী ও বিষয়বস্তুর ওপর গভীর প্রভাব ফেলেছিলেন। তিনি আন্তর্জাতিক শিল্পের প্রচারের গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন সংস্কৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে কাজ করার গুরুত্ব ব্যাখ্যা করেন।

পুস্তিকাটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে। অংশগ্রহণকারীরা বাংলাদেশ দূতাবাসের অন্যান্য স্প্যানিশ ভাষায় প্রকাশিত পুস্তক (জাতীয় কবি নজরুল ইসলামের সিন্ধু হিন্দোল, বিউটিফুল বাংলাদেশ) নিয়েও গভীর আগ্রহ প্রকাশ করে বলেন, প্রকাশনাগুলো বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যেকার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

বাংলাদেশ দূতাবাস এই সাংস্কৃতিক আয়োজনকে সফল করতে যারা সহযোগিতা করেছেন এবং অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


পাঠকের মন্তব্য দেখুন
প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডসহ দ্রুত শতভাগ পদোন্নতির দাবি - dainik shiksha প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডসহ দ্রুত শতভাগ পদোন্নতির দাবি বৈসাবিতে ৫ দিন ছুটি ও এসএসসির দুই পরীক্ষা পেছানোর দাবি - dainik shiksha বৈসাবিতে ৫ দিন ছুটি ও এসএসসির দুই পরীক্ষা পেছানোর দাবি প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডসহ দ্রুত শতভাগ পদোন্নতির দাবি - dainik shiksha প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডসহ দ্রুত শতভাগ পদোন্নতির দাবি একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা - dainik shiksha একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা ৬০ হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি আসছে - dainik shiksha ৬০ হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি আসছে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে চিরনিদ্রায় শায়িত কবি হেলাল হাফিজ - dainik shiksha চিরনিদ্রায় শায়িত কবি হেলাল হাফিজ কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে গুচ্ছ পদ্ধতি চালু ও আবেদন ফি কমানোর দাবি হাসনাতের - dainik shiksha গুচ্ছ পদ্ধতি চালু ও আবেদন ফি কমানোর দাবি হাসনাতের please click here to view dainikshiksha website Execution time: 0.0023479461669922