কুষ্টিয়ার পৌর শহরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিটন আলী (৫৩) নামের এক নৈশপ্রহরীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতে শহরের বজলুর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে থানায় ছাত্রীর বাবা ধর্ষণ মামলা করেন।
গ্রেফতার মিটন আলীর বাড়ি কুষ্টিয়া পৌরসভার মোল্লাতেঘরিয়া এলাকায়। তিনি ওই এলাকায় নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন। তাকে গ্রেফতারের বিষয়টি সংবাদ সম্মেলনে জানান র্যাব-১২ কুষ্টিয়ার কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান।
ইলিয়াস খান জানান, বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া পৌর শহরের এলাকায় স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে (৮) বাণিজ্যমেলা দেখতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান নৈশপ্রহরী মিটন। সেখান থেকে ফেরার তাকে একটি মাঠে নিয়ে ধর্ষণ করেন তিনি। এই ঘটনা বাড়িতে কাউকে না বলার জন্য হুমকি দিয়ে রাত ১১টার দিকে একটি রিকশায় তুলে ওই ছাত্রীকে বাড়িতে পাঠিয়ে দেন মিটন।
ইলিয়াস খান আরও জানান, ওই ছাত্রী বাড়িতে এসে অসুস্থ হলে এবং অস্বাভাবিক আচরণ করতে থাকলে মা-বাবা মা জানতে চাইলে সে বিষয়টি খুলে বলে। পরে তার বাবা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া মডেল থানায় মিটনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন ছাত্রীর বাবা।
মামলার পর থেকেই মিটনকে ধরতে নজরদারি বাড়ানো হয়। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরের বজলুর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিটন ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। পরে কুষ্টিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয় বলে জানান র্যাব কর্মকর্তা।