প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২২-২০২৩ শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চারজন কর্মকর্তাকে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনিত করেছে। বাকি তিনজন হলেন গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ফারুক আলম, ভান্ডাররক্ষক মো. আইউবুর রহমান এবং অফিস সহায়ক মো. খোকন আহমেদ।
পুরস্কার হিসেবে তারা ১টি ক্রেস্ট, সার্টিফিকেট ও ১ মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা পাবেন।
মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত এ পুরস্কার প্রাপ্তিকে তার অন্তহীন কাজের স্বীকৃতি মনে করেন এবং এটি তাকে আরো নিবেদিত প্রয়াসে নতুন নতুন উদ্যোগ নিতে অনুপ্রাণিত করবে বলে জানান।
শাহ রেজওয়ান হায়াত ইতোপূর্বে বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩ তম ব্যাচের সদস্য শাহ রেজওয়ান রংপুরের পিরগাছার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।