শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেনসহ মোট তিনজন।
বাকি দু‘জন হলেন মাদরাসা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের প্রকল্প পরিচালক ও যুগ্ন সচিব মো. হানিফ উদ্দিন ও অধিদপ্তরের ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর মো. রিপন মিয়া। রোববার মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রশাসনিক দায়িত্বে থাকা উপ পরিচালক হিসেবে জাকির হোসেনকে এ শুদ্ধাচার পুরস্কার দেয়া হয়েছে। পুরস্কার হিসেবে তিনি এক মাসের বেতনের সমপরিমাণ টাকা পাবেন। এ ছাড়াও তাকে ক্রেস্ট ও সনদ দেয়া হবে।