ভারতে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বিয়ের সৌসুম। দেশটিতে আগামী এক মাসের কম সময়ে ৩৮ লাখ বিয়ের প্রত্যাশা করা হচ্ছে। যার জন্য কম করে চার লক্ষ ৭৪ হাজার কোটি রুপি খরচ করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সনাতন ধর্মে দেব উত্থানী একাদশীকে বিবাহ, বাগদান এবং গৃহ প্রবেশের মতো সমস্ত শুভ কর্মকাণ্ডের সময় হিসেবে ধরা হয়। সেই হিসেবে গতকাল বৃহস্পতিবার থেকে ভারতে বিয়ের মৌসুম শুরু হয়েছে।
ব্যবসায়ীদের একটি সর্বভারতীয় সংগঠন দ্য কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) ধারণা করছে, এবার ৩৮ লাখ বিয়ের অনুষ্ঠানের কল্যাণে ৪ লাখ ৭৪ হাজার কোটি রুপির ব্যবসা হবে—একদিকে যেমন বিয়ের কেনাকাটা, আরেক দিকে আছে বিভিন্ন ধরনের সেবা। সব মিলিয়ে এই বিপুল ব্যবসা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ভারতে বিয়ের অনুষ্ঠানগুলোতে এমন ৫০ হাজার বিয়েও আছে, যার প্রত্যেকটিতে এক কোটি রুপিরও বেশি খরচ হবে আবার সাত লাখ বিয়ের বাজেট তিন লাখ রুপির নিচে থাকবে। আরও ৫০ হাজার বিয়ের বাজেট ৫০ লাখ রুপি।
সিএআইটির সভাপতি বি সি ভারতীয়া ও মহাসচিব প্রবীণ খান্দেওয়াল বলেছেন, কেবল দিল্লিতেই ৪ লাখের বেশি বিয়ের অনুষ্ঠান হবে। সেখান থেকে ব্যবসা হবে সোয়া লাখ কোটি রুপির।
ভারতের অতি জাঁকজমকপূর্ণ বিয়ে শাদির অনুষ্ঠানগুলিকে সাধারণ ভাবে ‘দ্য বিগ ফ্যাট ইণ্ডিয়ান ওয়েডিং’ বলা হয়ে থাকে।
খান্দেওয়াল বলেন, বিয়ের কেনাকাটার মধ্যে শাড়ি, লেহেঙ্গা ইত্যাদির জন্য মোট ব্যয়ের ১০% খরচ করেন ভারতীয়রা আর গয়নাগাঁটিতে ১৫%, বৈদ্যুতিন সরঞ্জামের পিছনে পাঁচ শতাংশ ব্যয় হয়।
একটি বিয়ের আয়োজনে মোট যা খরচ হয়, তার অর্ধেক যায় কেনাকাটা করতে, বাকি অর্ধেক ব্যয় হয় বিভিন্ন পরিষেবা কিনতে। আর বিয়ের আয়োজনের এইসব পরিকল্পনা করে দেওয়ার জন্য আছেন ওয়েডিং প্ল্যানাররা।
বিয়ের মৌসুমের শুরুতেই সেরকমই একটা বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা সাজিয়ে দিয়েছেন দিল্লির ইভেন্ট ম্যানেজার ও ওয়েডিং প্ল্যানার সীরাট গিল। তিনি বিবিসিকে বলেন, ‘বিয়ের অনুষ্ঠানের দিনে যা খরচ হয়, মোটামুটিভাবে তার ৫০ শতাংশ অনুষ্ঠান-স্থল ভাড়া আর কেটারিংয়ের ব্যয় হয়। এর বাইরে ডেকোরেশনের জন্য ১৫ শতাংশ, ছবি আর ভিডিও তোলার জন্য ১০ শতাংশ খরচ হয়, সাত শতাংশ মদের জন্য, পাঁচ শতাংশ বিনোদন, তিন শতাংশ কনে আর আত্মীয়দের মেকআপ আর ১০ শতাংশ অন্যান্য বিভিন্ন পরিষেবার পেছনে খরচ করা হয়, যার মধ্যে আমাদের মতো ওয়েডিং প্ল্যানারদের ফি-ও থাকে।’
সিএআইটি বলছে, গত বছর এই একই বিয়ের মৌসুম ভারতে ৩২ লাহক বিয়ের অনুষ্ঠান হয়েছিল আর সেই সব বিয়ের আয়োজনে খরচ হয়েছিল পৌনে চার লাখ কোটি রুপি।