চট্টগ্রাম নগরীর ৩৬ নং ওয়ার্ডের ফকিরহাটস্থ জামে মসজিদে জনবল নিয়োগ দেয়া হবে।
যা যা প্রয়োজন-
প্রতিষ্ঠানের নাম: শেখ আব্দুল লতিফ চৌধুরী ওয়াকফ এস্টেট জামে মসজিদ
পদ সংখ্যা: ১টি
পদের নাম: ১. ইমাম-কাম-খতিব- ১ জন
চাকরির ধরন: ফুল-টাইম
কর্মস্থল: চট্টগ্রাম
প্রার্থীর যোগ্যতা: প্রার্থীর যোগ্যতা- ১। দাওরায়ে হাদিস/কামিল পাস (কোরআন এ হাফিজকে অগ্রাধিকার দেওয়া হবে), উপযুক্ত সনদের কপিসহ (যাবতীয় এনআইডি ও ছবি) আবেদন জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১৬ ডিসেম্বর
যোগাযোগ- 01816280174 (মোতাওয়াল্লী), 01856006706