বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এ ছাড়া ৫ আগস্ট নানা কর্মসূচিতে সারা দেশে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন করা হবে। এ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশের চিঠি কারিগরি শিক্ষা অধিদপ্তর সম্প্রতি প্রকাশ করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান/ক্রীড়া পরিদপ্তরের শিক্ষার্থীদের এ কর্মসূচি পালনের করতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ৫ আগস্ট বাংলাদেশের ক্রীড়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৫তম জন্মবার্ষিকী ‘ক’ শ্রেণির দিবস হিসেবে উদযাপন করা হবে। দিবসটি যথাযথ মর্যাদায় জাতীয়ভাবে উদযাপনের নিহিত যুব ও ক্রীড়া মন্ত্রণায়ের জাতীয় কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।
জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে স্ব-স্ব মন্ত্রণালয়/বিভাগ নিজস্ব কর্মসূচি নির্ধারণ করে তা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে জানানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হলো।