মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আগামী প্রজম্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষা খাতের উন্নয়নে অবদান রাখছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হতেই থাকবে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের পাঠদানে বর্তমান সরকার বদ্ধপরিকর। শিক্ষাবান্ধব বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলেও আধুনিক ভবন নির্মাণ করে দিচ্ছেন।
শুক্রবার দুপুরে নেছারাবাদ উপজেলার আরামকাঠি হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে প্রতিষ্ঠানের চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু, মেট্রেরেলসহ দেশের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, আধুনিক মডেল মসজিদ নির্মাণসহ দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে রাত দিন পরিশ্রম করে করে চলছেন। তিনি গৃহহীনদের জমিসহ ঘরের ব্যবস্থা করেছেন। করোনাকালীন নানা ধরণের সহায়তা দেয়ার পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামীতেও আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম।