বাগেরহাট জেলার ফকিরহাটে অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে ঐতিহাসিক ৬-দফা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে কলেজে নির্মিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। পরে অধ্যক্ষ মহোদয় কলেজের শেখ রাসেল দেয়ালিকায় ৬-দফা দিবস সংখ্যার উদ্বোধন করেন।
অর্থনীতি বিভাগের প্রভাষক তপতী রানী ধরের সঞ্চালনায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. হোসাইন ছায়েদীন, মো. সিরাজুল ইসলাম মল্লিক, মোসা:আতাউন্নেছা, সালমা খাতুন, মো. শেখ শামীম ইসলামসহ প্রমুখ।
অধ্যক্ষ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা আন্দোলন ১৯৬৬ খ্রিষ্টাব্দের ৭ জুন এক নতুন মাত্রা পায়। ঐতিহাসিক ৬ দফা থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার আজীবন স্বপ্নের উন্নত সুখী-সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনে নতুন প্রজন্মকে ঝাঁপিয়ে পড়তে হবে।
সবশেষে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে এক ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়।
উল্লেখ, ১৯৬৬ খ্রিষ্টাব্দের এইদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬-দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়।