বাগেরহাটের ফকিরহাটে ২০২৩ খ্রিষ্টাব্দের জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেণি শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচন করছে। তারই ধারাবাহিকতায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ ও প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন একই কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির এ তালিকা গত বৃহস্পতিবার বিকালে প্রকাশ করা হয়।
তালিকায় স্কুল শাখায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা শাখায় টাউন নওয়াপাড়া আল হেরা আলিম মাদ্রাসা, কারিগরি শাখায় শেখ হাসিনা সরকারি কারিগরি মহাবিদ্যালয় ও কলেজ শাখায় শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন স্কুল শাখায় ভবনা মাধ্যমিক বিদ্যালয়ের টপি রানী সেন, কারিগরি শাখায় শেখ হাসিনা সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের উত্তম কুমার দে, মাদ্রাসা শাখায় আল হেরা আলিম মাদ্রাসার শিক্ষক আ. রব শেখ এবং কলেজ শাখায় ফকিরহাট সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের পার্থ দেব সাহা।
অন্যদিকে স্কুল শাখায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন লখপুর আলহাজ্জ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুলের প্রধান স ম নাসিম উদ্দীন মহতাব, কারিগরি শাখায় সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ শেখ মিজানুর রহমান, মাদ্রসা শাখায় আল হেলা আলিম মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম এবং কলেজ পর্যায়ে শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস।