বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও ক্লাস শুরু হয়েছে। রোববার কলেজটির স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে ওই নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ উপস্থিত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সব ছাত্রছাত্রীকে শৃঙ্খলা মেনে নিয়মিত ক্লাস করা এবং পড়াশোনায় মনযোগী হতে হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।
প্রভাষক মো. সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কমলেশ চন্দ্র হালদার। শিক্ষার্থীদের পক্ষে দ্বাদশ শ্রেণির ছাত্র শেখ জাকারিয়া, ছাত্রী সুরাইয়া খাতুন এবং স্নাতকের ছাত্র রনি দাশ এবং নবীনদের মধ্যে একাদশ শ্রেণির ছাত্রী নুরজাহান বক্তব্য দেন।
অন্যান্যদের মধ্যে কলেজের সহকারী অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, প্রভাষক চন্দ্র শেখর অধিকারী, প্রভাষক তপতী রাণী ধরসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী আমেনা খাতুন মোহনা এবং গীতা থেকে পাঠ করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী রাত্রী অধিকারী। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের ফুল, কলেজ ম্যাগাজিন এবং চকলেট দিয়ে বরণ করে নেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। পরে শিক্ষকদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।